
পাবনা-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে থেকে নির্বাচন করার অভিমত ব্যক্ত করেছেন মূলগ্রাম ইউনিয়ন বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ। তাঁরা দলের দুঃসময়ের কাণ্ডারি সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলামের পক্ষে সমর্থন ও দলীয় মনোনয়ন পেতে তাঁর পক্ষে শেষ পর্যন্ত মাঠে থাকারও অভিমত দিয়েছেন।
শনিবার রাত ৮টায় শাহাপুর গ্রামে মূলগ্রাম ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভায় নেতাকর্মীরা এ অভিমত ব্যক্ত করেন।
তাঁরা বলেন, "আমাদের জানা মতে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নীতিনির্ধারকরা এখনও কাউকে মনোনয়ন চূড়ান্ত করেননি। বিএনপি একটি বড় দল, সেখানে অনেকে মনোনয়ন চাচ্ছেন এবং চাইবেন। তাই আমরা কারো কথায় বিভ্রান্ত না হয়ে, টাকার কাছে বিক্রি না হয়ে দলের দুঃসময়ের কাণ্ডারি আনোয়ার সাহেবের পাশেই আছি এবং থাকবো।" যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে দখলদারিত্ব করেছে, তাদেরকে প্রতিরোধ করবে বলেও নেতাকর্মীরা হুঁশিয়ারি দেন।
মূলগ্রাম ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো।
মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহাব্বত মল্লিক, বিএনপি নেতা কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক কাজী খোকন, বিএনপি নেতা আজিমুদ্দিন মেম্বর, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোন্তাজ আলি, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মূলগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডাবলু হোসেন, ফয়সাল আহম্মেদ, বিএনপি নেতা নুরুল ইসলাম, মুসা হোসেন, শাহাদাত হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর