
ট্রফি না জেতার আক্ষেপ নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন এবি ডি ভিলিয়ার্স। তবে ২২ গজে নিজেকে ভুলে যাননি তিনি। যার প্রমাণ সদ্য শেষ হওয়ায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অব লেজেন্ডস লিগ। যেখানে মারকুটে ব্যাটিং করতে ৫ ম্যাচের তিনটিতেই সেঞ্চুরি তুলে নিয়েছেন এই প্রোটিয়া ব্যাটার।
তার এই নানন্দিক পারফরম্যান্সে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অব লেজেন্ডসে’ চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছেন ডি ভিলিয়ার্স। এতে ম্যাচসেরা হয়েছেন তিনি।
শনিবার (৩ আগস্ট) রাতে ইংল্যান্ডের এজবাস্টনে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জবাব দিতে নেমে ১৯ বল এবং ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় প্রোটিয়ারা। দলের হয়ে ৬০ বলে ১২০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স।
এবারের চ্যাম্পিয়ন্স অব লেজেন্ডস লিগে সর্বোচ্চ ৪৩১ রান এসেছে ডি ভিলিয়ার্সের ব্যাটে। যার সুবাদে তিনি ফাইনাল এবং টুর্নামেন্টসেরাও হয়েছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে ট্রফি জিততে না পারার আক্ষেপ কিছুটা হয়তো সান্ত্বনার এই জয়ে ঘোচালেন।
ফাইনালে আগে ব্যাট করা পাকিস্তান চ্যাম্পিয়ন্সের হয়ে ৪৪ বলে ৭৬ রান করেন শারজিল খান। এ ছাড়া ১৯ বলে ৩৬ রান করেন উমর আমিন। যাতে ভর করে ১৯৫ রানের পুঁজি পেলেও ডি ভিলিয়ার্সদের সামনে তা যথেষ্ট ছিল না পাকিস্তানের জন্য।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর