
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে (বাহা) প্রতীকীভাবে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছেন।
রোববার (৩ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীরা অনুষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন করে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগানে আন্দোলন চালিয়ে যান। সকাল সাড়ে ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে বাহা’র বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন।
এ সময় শিক্ষার্থীরা ‘মানতে হবে কম্বাইন্ড’, ‘দিতে হবে কম্বাইন্ড’, ‘এক দফা এক দাবি-কম্বাইন্ড চাই’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে, গত ৩১ জুলাই বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন (বাহা) এবং পশুপালন অনুষদের যৌথ বিবৃতিতে জানানো হয়, শিক্ষক কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় কিছু শিক্ষার্থীর আন্দোলনের কারণে অনুষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, আন্দোলনে সকল শিক্ষার্থী যুক্ত নন, বরং একটি বিশেষ মহলের প্ররোচনায় কিছু শিক্ষার্থী পশুপালন পেশাকে হেয় প্রতিপন্ন করতে ইচ্ছাকৃতভাবে এসব কর্মকাণ্ডে জড়িত। সভায় উপস্থিত সবাই এ ধরনের কার্যক্রমের নিন্দা জানিয়ে তা থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের আহ্বান জানান। একইসঙ্গে পশুপালন পেশার সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাসও দেওয়া হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর