
রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে মস্কোকে কার্যকরভাবে অর্থায়ন করছে ভারত—এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার এক সাক্ষাৎকারে বলেন, ভারত রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতা হয়ে উঠেছে এবং এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতা বজায় রাখা সম্ভব হচ্ছে।
তিনি বলেন, ভারত ও চীন বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ। যুদ্ধের সময় এভাবে তেল কেনা মস্কোর পক্ষে সরাসরি আর্থিক সহায়তা বলে মন্তব্য করেন তিনি।
তবে ভারত এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক নীতিমালার আওতায় বৈধভাবে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করা হচ্ছে। কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হয়নি এবং এটি সরাসরি যুদ্ধ অর্থায়ন নয় বলেও দাবি করেছে ভারত।
বিশ্লেষকরা বলছেন, ভারত রাশিয়া থেকে ডিসকাউন্টে তেল কিনে অর্থনৈতিকভাবে মস্কোর রাজস্বে অবদান রাখছে ঠিকই, তবে তা সরাসরি যুদ্ধ অর্থায়ন কিনা—সে বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ নেই। বিষয়টি আন্তর্জাতিক কূটনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের সঙ্গে জড়িত।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর