
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাকি সিং বাঁশ কুড়াতে সীমান্ত পেরিয়ে মিয়ানমার অংশে প্রবেশ করলে আকস্মিকভাবে মাইনচাপে পড়েন। বিস্ফোরণে তাঁর বাম পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত লাকি সিং নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা সুমং গাছবুনিয়া কারবারির মেয়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি নাইক্ষ্যংছড়ি সীমান্তজুড়ে মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে করে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে। বিশেষ করে সীমান্তবর্তী জনগোষ্ঠী, যারা জীবিকার তাগিদে বনজ সম্পদ সংগ্রহে সীমান্ত অতিক্রম করে, তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর