
ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ্যে শাহপীর কল্লা শহীদ (রহ.) মাজারে বার্ষিক ওরসকে কেন্দ্র করে মাদক সহ সব ধরনের অশ্লীলতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম রাশেদুল ইসলাম
সোমবার(৪ আগস্ট)সকালে মাজার শরীফ সম্মেলন কক্ষে বার্ষিক ওরসকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন যেহেতু মাজার একটি পবিত্র জায়গা, সেজন্য এখানে কোনোরকমের অশ্লীল ও অসামাজিক কাজ করা যাবে না, মাজার এলাকায় বন্ধ থাকবে গানবাজনা। ওরসে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি , আনসার সহ বিভিন্ন সংস্থার সদস্যরা নিরাপত্তায় থাকবে, নদী পথে নিরাপত্তায় নৌকাযোগে পুলিশ কাজ করবে।’পাশাপাশি স্বাস্থ্য সেবায় মেডিকেল টিম নিয়োজিত থাকবে ,জরুরি সেবায় থাকবে ১ টি এ্যাম্বুলেন্স।
তিনি আরোও বলেন, ‘মাজারের নিরাপত্তার জন্য পুরো এলাকাটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। তাছাড়াও তদারকির জন্য সাব কমিটি গঠন করা হবে। এই কমিটির সদস্যরা সার্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করবেন।’
এসময় মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু খাদেম বলেন, ‘এবার যারাই মাজারে আসবেন, তারা যেন এই মানসিক প্রস্তুতি নিয়ে আসেন, এখানে কোনোরকমের খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না।করোনার প্রাদুর্ভাব ঠেকাতে মাস্ক ।যে কোন প্রয়োজনে থাকবে হটলাইন নাম্বার,এই নাম্বার সংবলিত ব্যানার প্রত্যেক পয়েন্টে সাঁটানো হবে।তাছাড়াও প্রতারণার শিকার না হওয়া ও মোবাইল চুরির মতো ঘটনা না ঘটে সেদিকে তারা সর্তক থাকতে হবে।’
এ সময় আরোও উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফয়সল উদ্দীন, মাজার কমিটির সদস্য কাজী শরীফ খাদেম,তাকদীর খান খাদেম,কামরুল হাসান খাদেম,শাকির উদ্দিন খাদেম,ইলমান উদ্দিন খাদেম,কাজী রুপম খাদেম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১০ আগস্ট রবিবার থেকে ১৬ আগস্ট শনিবার পর্যন্ত ৭ দিন ব্যাপী এই বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। ১৪ আগস্ট বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্বের সকল মুসলিম উম্মাহ শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর