
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরএনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার সকালে সাতপোয়া ইউনিয়নের আরএনসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মাদারগঞ্জ-সরিষাবাড়ী সড়কে ২ ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট চুনিয়াপটল গ্রামের মনির উদ্দিনের পুত্র আরএনসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইউসুফ আলী স্কুল ড্রেস না পরায় বিষয়টি জানতে চান প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে ইউসুফ আলী টেবিলের ওপর বই, খাতাপত্র রেখে শিক্ষককে হেনস্থা করে ক্লাস থেকে বের হয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ইউসুফ আলীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে। তাকে স্কুল থেকে বরখাস্ত ও গ্রেপ্তার করার দাবি জানায়।
এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, আমার স্কুলে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউসুফ আলীসহ অনেকেই ফেল করে। এই বিষয়ে পরামর্শের জন্য আমি অভিভাবক সমাবেশ করি। সেই সমাবেশে ইউসুফ আলী তার বাবা-মাকে উপস্থিত করেনি। এমনকি সে স্কুল ড্রেস না পরার কারণ জানতে চাইলে সে আমার সাথে খারাপ আচরণ করে ক্লাস থেকে চলে যায়। বিষয়টি দুঃখজনক।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর