
আরেকটি ‘ওয়ান ইলেভেন’ পরিস্থিতির লক্ষণ স্পষ্ট বলে মনে করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘গতকাল একজন উপদেষ্টা বলেছেন, ওয়ান ইলেভেনের পদধ্বনি শুনতে পাচ্ছেন। আমরা তো স্বচক্ষে ওয়ান ইলেভেনের পরিস্থিতি দেখতে পাচ্ছি। আপনারা যে পথে হাঁটছেন তাতে আরেকটা ওয়ান ইলেভেনের লক্ষণ স্পষ্ট। বিভেদ বন্ধ করেন।’
‘জুলাই অভ্যুত্থান: অনুপ্রেরণা, আত্মপর্যালোচনা ও প্রত্যয়দীপ্ত অঙ্গীকারে এক বছরের মূল্যায়ন’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ফ্যাসিবাদের ট্রান্সফরমেশন হয়েছে শাসকের মাঝে। গণঅভ্যুত্থানের সব পক্ষকে ন্যাশনাল পার্লামেন্ট করা যায় কি না তা ভেবে দেখেন। ঐকমত্য না করতে পারলে সমঝোতা সফল করতে না পারলে পিআরের ভিত্তিতে নির্বাচন দিন।’
তিনি বলেন, ‘সমাঝোতার পথে না হাটলে সব পক্ষ সব হারাবেন, মনে রাখবেন। ওয়ান ইলেভেনের মত পরিস্থিতি হলে কে লাভবান হবে ভেবে দেখবেন।’
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা চাই জুলাই সনদ যেন শুধুই আলঙ্কারিক দলিল না হয়। জুলাই সনদের যেসব বিষয়ে এখনও ঐকমত্যে হয়নি সেসবের সমাধান টানতে হবে।’
রার/সা.এ
সর্বশেষ খবর