
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জের সলঙ্গা থানা শাখার উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সলঙ্গার ডাকবাংলো থেকে একটি গণমিছিল শুরু করে থানা সদরে প্রদক্ষিণ শেষে কদমতলায় একটি সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ, নায়েবি আমীর আব্দুল গফুর মোল্লা,সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি সোলেমান হোসেন, সলঙ্গা থানা ছাত্র শিবিরের সভাপতি মহসীন আলম প্রমুখ।
এসময় থানার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ বলেন, ফ্যাসিষ্ট মুক্ত, দূর্নীতিমুক্ত, বাংলাদেশ গড়তে হলে আগে নেতাকর্মীদের দূর্নীতিমুক্ত হতে হবে। সেই সাথে সকলকে ঐক্যবদ্ধ্য হতে হবে। জামায়াতের আমীরের যে নির্দেশনা আসছে সেই নির্দেশনা ঐক্যবদ্ধ্য ভাবে এই ময়দানে তা আমরা বাস্তবায়ন করবো।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর