
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় পৃথক পৃথক ভাবে বিভিন্ন রাজনৈতিক দল বিজয় র্যালী করেছে। এসময় হাজার হাজার মানুষের ঢল নামে রাজপথে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লামা উপজেলা ও পৌর শাখা সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে এ র্যালী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে অনুষ্টিত র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সেখানে বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. আবদুর রব’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক জসিম উদ্দিন তুষার ও আবিদুর রহমান, সদস্য থোয়াইনু অং চৌধুরী, আবু তাহের মিয়া, এডভোকেট মোহাম্মদ আলমগীর ও মো. সাইফুদ্দিন’র প্রমুখ বক্তব্য রাখেন। র্যালিতে উপজেলা ও পৌর বিএনপি, মহিলা দল, কৃষকদল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠেনর হাজারো নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
এরপর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’র বান্দরবান জেলা শাখার সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা আমীর কাজী মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাদে আছর জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় র্যালী ও দোয়ার আয়োজন করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ লামার নেতাকর্মীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর