
বরগুনার আমতলীতে জুলাই ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন গুলিশাখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঘটখালী বেতমোর উসসিতলা এলাকায় ওই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।
ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বায়েজিদ জানান, আমতলী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দূরপাল্লার 'ইউনিক' পরিবহনের চাপায় ঘটনাস্থলেই রেজাউল করিম নিহত হন।
নিহত রেজাউল করিম ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার আয়োজনে জুলাই ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠানে যোগদান শেষে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পথিমধ্যে তাকে বহনকারী মোটরসাইকেলটিকে ঘাতক বাসটি চাপা দেয়। এতে তাঁর মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর