হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল বলেছেন, দেশের জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের বকশীগঞ্জ বাজারে বিএনপির কেন্দ্র কমিটির অফিস উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষ ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ। গ্রাম থেকে শহর—সব খানেই ধানের শীষের পক্ষে জনস্রোত তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন,জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। দলীয় নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে বিএনপির রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে যুবদল নেতা আবু তালেব এর সঞ্চালনায় ও ধুরাইল ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি একে এম শহীদুল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আব্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজিমুদ্দিন,উপজেলা বিএনপির সদস্য প্রভাষক মাসুম বিল্লাহ, সারোয়ার জাহান স্বাধীন, এমদাদুল হক মেম্বার,আবুল কালাম আজাদ মঞ্জু,বিএনপি নেতা মোঃ মুক্তার হোসেন,আহাম্মদ আলী,সাদেকুল,ধুরাইল ইউনিয়নের স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, কারী আলমাছ উদ্দিন, এমদাদুল হক ডিলার, আঃ আওয়াল মফিজুল কমল,আবু সুফিয়ান,কামাল উদ্দিন আরজুল, রুকন মিয়া, মজিবর মিয়া প্রমুখ।এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
বক্তারা বলেন, ধুরাইল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দলকে সুসংগঠিত করতে এই কেন্দ্র কমিটির অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা, দাবি ও মতামত শোনার জন্য এই অফিস উন্মুক্ত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর