
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচক উল্লেখ করলেও দাবি না মানলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, “দাবি উপেক্ষা করে নির্বাচন হলে জামায়াত আন্দোলনে নামতে বাধ্য হবে।”
বুধবার (৬ আগস্ট) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “নির্বাচনের ঘোষণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে দিলে উত্তম হতো। এখনো নির্বাচন উপযোগী পরিবেশ নিশ্চিত হয়নি।”
জুলাই ঘোষণাপত্র নিয়ে সমালোচনা
জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তাহের বলেন, “এটি জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেনি। এটি অপূর্ণাঙ্গ। ঘোষণাপত্র এবং সনদের আইনি ভিত্তি অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাই সনদের ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা। বর্তমান ব্যবস্থায় প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
সংস্কার ও বিচারের দাবি
নির্বাচনী সংস্কার, অতীতের গণহত্যার বিচার ও নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলে ধরে তিনি বলেন, “জাতির এ তিনটি প্রত্যাশাকে উপেক্ষা করে নির্বাচন আয়োজন জনগণের সাথে প্রতারণার শামিল হবে। আর এ পরিস্থিতিতে জামায়াত রাজপথে নামবে।”
প্রসঙ্গত, চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান উপদেষ্টার নির্বাচন আয়োজনের ঘোষণা এবং ‘জুলাই সনদ’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জামায়াত এই ঘোষণাকে পর্যালোচনার আহ্বান জানিয়ে সব দলকে অন্তর্ভুক্ত করে নির্বাচনের রূপরেখা নির্ধারণের দাবি জানায়।
সর্বশেষ খবর