
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, "আওয়ামী লীগ সারা বাংলাদেশের মানুষকে কোণঠাসা করে রেখেছিল। স্বৈরাচার সরকারের আমলে তারাই চাকরি পেয়েছে যারা কেবল তাদের দলের সমর্থক ছিল। আজকে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। বিগত সময়ে যারা নির্যাতিত, নিপীড়িত হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে। বিগত দিনগুলোতে যারা মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।"
গণঅভ্যুত্থান উপলক্ষে বুধবার (৬ আগস্ট) দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "যারা বাংলাদেশের অর্থনীতিকে লুণ্ঠন করে বিদেশে টাকা পাচার করেছে, বাড়ি করেছে, বিদেশে-ইউরোপ-আমেরিকায় প্রাসাদ গড়েছে সেই পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে হবে এবং ভঙ্গুর অর্থনীতিকে মজবুত ও শক্তিশালী অর্থনীতিতে রূপান্তর করতে হবে। কোনো মানুষকেই তারা কাজ দিত না। বিগত দিনে যারা নির্যাতনের শিকার হয়েছে, কাজ করতে পারেনি, চাকরি করতে পারেনি, ব্যবসা করতে পারেনি সে মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এটা আপনার-আমার সবার দায়িত্ব।"
এ সময় বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড. মারুফ হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাজিউর রহমান রাজিব, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান, সদস্যসচিব এ এস এম তারেক মুন্সী, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী, মহানগর কৃষকদলের আহ্বায়ক ইকরাম হোসেন তাজ প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর