
পঞ্চগড়ে ছাত্রদল কর্মীদের ব্যক্তিগত দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক ছাত্রদল সমর্থিত কর্মী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে জেলা শহরের সিনেমাহল মার্কেটের আলী চটপটি দোকানের সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত কর্মী জাবেদ রহমান জয় (১৮)। তাঁর বাড়ি পঞ্চগড় পৌরসভার আখেরি রোড এলাকায়। তিনি ওই এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে। পঞ্চগড় বাজারের ফল হাটিতে একটি ফলের আড়তে ম্যানেজার হিসেবে কাজ করতেন জয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছাত্রদল কর্মী আল আমিন এবং পারভেজের সাথে জয়ের ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। বুধবার দুপুরে পঞ্চগড় বাজারের টিনপট্টিতে তিনজনের কথা-কাটাকাটিসহ মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনার পর দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়েছিল। রাতে ফলের দোকান থেকে মোবাইল ফোনে জয়কে সিনেমা হল মার্কেটে ডাকা হয়। পরে আল আমিন, পারভেজ এবং জয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে জয়কে ছুরিকাঘাত করা হয়।
এ সময় জয়কে গুরুতর আহত অবস্থায় প্রত্যক্ষদর্শী ও আশপাশের লোকজন উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে জয়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হলে রংপুর নেওয়ার পথে জয় মারা যান। এই ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। সেই সাথে পুলিশ আল আমিন এবং পারভেজকে ধরতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।
পুলিশ বলছে, শহরে উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে পুলিশের সাথে সেনাবাহিনী কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, নিহতের লাশ তাঁর বাড়িতে রয়েছে, তবে লাশ ময়নাতদন্ত করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল পঞ্চগড় শইমি ইমতিয়াজ বুধবার রাত পৌনে নয়টার দিকে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সিনেমাহল মার্কেট এলাকা পরিদর্শন করে। আল আমিন এবং পারভেজকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর