
জামালপুরের সরিষাবাড়ীতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে পুরাতন জগন্নাথগঞ্জ ঘাট এলাকা থেকে ৪নং আওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, দৌলতপুর গ্রামের মৃত মোকাদ্দেস আলীর পুত্র কবির হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়।
গত শনিবার ডোয়াইল বাজার এলাকা থেকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কেএম মোঃ সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে উপজেলার আরামনগর বাজার এলাকার সোনালী ব্যাংক (পিএলসি) শাখা থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ মামুনুর রশিদ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
পরে তাঁর দেহ ও ব্যাগ তল্লাশি করে ৫০০ টাকার ৩২টি জাল নোটসহ ২ লাখ টাকা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রুহিলি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধারকৃত জাল টাকা, নগদ অর্থ ও ধৃত আসামিকে হেফাজতে রেখে তাঁর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় সরিষাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর