
ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ভালুকা প্রেস ক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, গত ৫ আগস্টের পর থেকে মুর্শেদ আলমের নেতৃত্বে ভালুকা উপজেলা বিএনপি শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে। বিএনপি নামধারী একটি পক্ষ সে সময় সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করলেও, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে তা ব্যর্থ হয় এবং পরবর্তীতে দলের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মুর্শেদ আলম সব সময় সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং প্রতিটি দলীয় কর্মসূচিতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি আরও জানান, সম্প্রতি ভালুকা বাসস্ট্যান্ডে মারামারির ঘটনায় একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে মুর্শেদ আলমের নাম জড়িয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। এ ঘটনায় কৌশিক ঢালীকে ছুরিকাঘাতকারী জান্নাত ও আসিফের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে পরামর্শ দেন মুর্শেদ আলম। বিএনপি সব সময় সন্ত্রাস ও অপকর্মের বিরুদ্ধে ছিল, আছে এবং থাকবে। যারা ব্যক্তি স্বার্থে অপপ্রচার চালাচ্ছেন, তাদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়; অন্যথায় দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু, রুহুল আমিন, আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের ফকির, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, মনিরুজ্জামান মনির, রফিকুল ইসলাম হারিজ, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সজীব সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল, যুবদল নেতা আল আদীন টুটুল, আহসান শেখ, শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার দিনা, সাংগঠনিক সম্পাদক রাশিদা খাতুন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইদুল হাসান মৃদুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ শান্ত এবং ভালুকা ক্রীড়া সংস্থার সদস্য রাফি উল্লাহ চৌধুরী প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর