
বগুড়ার শাহজাহানপুরে বাস ও ট্রাকের ধাক্কায় একটি সিএনজি দুমড়ে-মুচড়ে গিয়ে আকাশ (২৫) ও আরিফ (২১) নামের আপন দুই ভাই নিহত হয়েছেন। অসুস্থ মাকে হাসপাতালে দেখে শেরপুরের বনমরিচা গ্রামে নিজেদের বাড়িতে ফেরার পথে শনিবার রাত সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের মামাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত আকাশ ও আরিফ শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের হযরত আলীর ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন – শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে আব্দুল আজিজ (৩৮), একই এলাকার আব্দুল বারি ছেলে পলাশ (৩৫) ও মৃত আমজাদ সরকারের ছেলে হায়দর আলী (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে শেরপুরগামী সিএনজিটি শাহজাহানপুর উপজেলার ফটকি ব্রিজের পাশে প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে প্রথমে একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি উল্টে যায় এবং পেছনে থাকা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই আরিফ নিহত হন। সিএনজিতে থাকা বাকি চারজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর