
সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো মানুষ তৈরির পাশাপাশি পশুও তৈরি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
তিনি বলেছেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আমাদের একটি সনদ নির্ভর ব্যবস্থার মধ্য দিয়ে নিয়ে যায়। এ ব্যবস্থায় একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও দিন শেষে মানুষ হচ্ছেন কিনা, তার কোনো প্রাতিষ্ঠানিক হিসাব নেই। নেই সামাজিক কিংবা রাষ্ট্রীয় কোনো হিসাবও।
রোববার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের একটি কনভেনশন সেন্টারে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্রশিবির মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
শিবির সভাপতি বলেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ ছিলেন আগ্রাসনবাদী আধিপত্যবাদীদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি তার সহপাঠীদের নামাজের দিকে আহ্বান করতেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। এ কারণে তার সহপাঠীরাই তাকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছে। যারা তাকে হত্যা করেছে, তারাও নিশ্চয়ই সমান মেধাবী ছিল; কিন্তু তাদের মধ্যে একটি জিনিসের অভাব ছিল, তা হলো মানবতা। তাই আমাদের আগে মানুষ হতে হবে।
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের একটি পর্যায়ে গিয়ে তোমাদের কেউ কেউ শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, পুলিশ, ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদ হবে। তাই আহ্বান করব, তোমরা যে যে সেক্টরেই যাও না কেন, মানবিক গুণাবলী ধরে রেখো।
তিনি পরামর্শ দেন, ডাক্তার হও; তবে এমন ডাক্তার নয়, যে চেয়ে চেয়ে দেখবে রোগী মারা যাচ্ছে কিন্তু পেমেন্ট না দেওয়া পর্যন্ত চিকিৎসা করবে না। প্রকৌশলী হও; তবে এমন প্রকৌশলী নয়, যে নিজের জ্ঞান দিয়ে রাষ্ট্রের অর্থ লোপাট করে নিজের পকেট ভারি করে। এমন ব্যবসায়ী নয়, যে ওয়ার্ল্ড ব্যাংকিং সেক্টরে অবস্থানধারী বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংককে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে ফেলে। এমন ব্যবসায়ী হও, যে পুরো সমাজকে আলোকিত করতে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।
মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী নেতা ডা. আবু নাসের, ডা. একেএম ফজলুল হক, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভীর মো. হায়দার আরিফ, ছাত্রশিবির কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দীন আবির।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর