
সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ হৃদয় হাসান লাবলুকে (২৮) ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
রবিবার (১০ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি সদস্যরা ধানমণ্ডি ১৫/এ এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় এই নেতাকে আটক করে।
সিটিটিসি সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পালিয়ে থাকা লাবলু দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। গত ১১ জুলাই তিনি মিরপুর কাজীপাড়া এলাকায় ছাত্রলীগের একটি মিছিলের নেতৃত্ব দেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর