
প্রায় দুই দশক পর চলতি বছরের মে মাসে প্রথমবার ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ দশে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতে নবম স্থানে উঠলেও আবারও আগের অবস্থানে নেমে গেল টাইগাররা।
সোমবার প্রকাশিত আইসিসির হালনাগাদ ওয়ানডে র্যাংকিংয়ে দেখা গেছে, বাংলাদেশকে এক ধাপ নিচে নামিয়ে নবম স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের এই উন্নতির পেছনে বড় ভূমিকা রেখেছে রোববার পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয়। ২০১৯ সালের বিশ্বকাপের পর এই প্রথম এশিয়ার অন্যতম পরাশক্তি পাকিস্তানকে হারাল তারা।
এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৮-এ, আর বাংলাদেশ রয়েছে ৭৭ পয়েন্টে। এমনকি সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে হারলেও ক্যারিবীয়দের অবস্থান অপরিবর্তিত থাকবে।
পাকিস্তানের বিপক্ষে হারের ফলে র্যাংকিংয়েও এক ধাপ পিছিয়েছে বাবর আজমরা। চতুর্থ থেকে নেমে তারা এখন পঞ্চম স্থানে, ১০২ রেটিং পয়েন্ট নিয়ে। তাদের জায়গায় ১০৩ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে শ্রীলঙ্কা। শীর্ষে ১২৪ পয়েন্ট নিয়ে ভারত, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা–জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সেরা ছয় দল সরাসরি খেলবে। বাকি ছয় দলের ভাগ্য নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।
সর্বশেষ খবর