
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরে অবতরণের সময় একটি ছোট বিমান রানওয়েতে বিধ্বস্ত হয়ে পার্ক করে রাখা একাধিক উড়োজাহাজকে ধাক্কা দিয়েছে। এতে কয়েকটি উড়োজাহাজে আগুন ধরে গেলেও অল্পের জন্য বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (১১ই আগস্ট) দুপুর ২টার দিকে চারজন আরোহী নিয়ে সিঙ্গেল ইঞ্জিনের বিমানটি কালিসপেল সিটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। কালিসপেল শহরের পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, অবতরণের সময় পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এতে বিমানটি রানওয়েতে আছড়ে পড়ে এবং পার্ক করে রাখা কয়েকটি উড়োজাহাজকে ধাক্কা দেয়।
এই সংঘর্ষের পরপরই একাধিক উড়োজাহাজে আগুন ধরে যায় এবং তা পাশের ঘাসের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার চিফ জে হেগেন জানান, দুর্ঘটনার পর বিমানের চার আরোহী নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হন। তাদের মধ্যে দুজন সামান্য আহত হলে বিমানবন্দরেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি নিয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তদন্ত শুরু করেছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর