
পঞ্চগড়ে পূবালী ব্যাংক লিমিটেড (পিএলসি) বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালন করেছে। এর পাশাপাশি বৃক্ষরোপণ, চারা বিতরণ এবং শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। মঙ্গলবার দিনব্যাপী পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। মূলত ব্যাংকটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে এসব কার্যক্রম পরিচালিত হয়।
মঙ্গলবার সকালে ফিতা কেটে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকটির রংপুর অঞ্চলের প্রধান উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেন। পরে বিদ্যালয়টির হল রুমে ব্যাংকিং সুবিধা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক পঞ্চগড় শাখার শাখা ব্যবস্থাপক রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের রংপুর অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ বক্তব্য রাখেন। তাঁরা ব্যাংকিং সুবিধার বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভার পর উদ্বুদ্ধ হয়ে তিন শতাধিক ছাত্র পূবালী ব্যাংক পঞ্চগড় শাখায় অ্যাকাউন্ট খোলেন। এরপর বিদ্যালয়ের মাঠে শিক্ষকদের নিয়ে গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও বিদ্যালয়ের তিনশত শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ এবং ঔষধি গাছের একটি করে চারা বিতরণ করা হয়।
ব্যাংকের পঞ্চগড় শাখার ম্যানেজার রবিউল ইসলাম জানান, মূলত মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং সেবা তুলে ধরার জন্য তাঁদের এই কর্মসূচি। আজ দিনব্যাপী ছাত্রদের মধ্যে ব্যাংকিং সচেতনতা সৃষ্টি করা হয়েছে এবং বিদ্যালয়টির ১,২০০ শিক্ষার্থীকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা হবে। তিন দিনব্যাপী বুথ করে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলা অব্যাহত থাকবে বলে তিনি জানান। এছাড়াও এই কর্মসূচির মাধ্যমে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনের মাধ্যমে ছাত্রদের হিসাব খোলায় সঞ্চয়ে উৎসাহিত করা হচ্ছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর