দীর্ঘ তিন দশক পর অবসরে গেলেন নবীগঞ্জের প্রখ্যাত শিক্ষক মোঃ লুৎফর রহমান। গতকাল মঙ্গলবার শত শত ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ী তাকে বিদায় জানান। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় এবং সকলের চোখে জল ছিল। বিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ইকবাল বাহার তালুকদার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মোঃ লুৎফর রহমান টানা প্রায় ত্রিশ বছর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের ১৫ আগস্ট তিনি উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তার সময়ে বিদ্যালয়টি কলেজে উন্নীতকরণসহ অনেক উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। তিনি পুরাতন মসজিদ ভেঙে নতুন আধুনিক মসজিদ নির্মাণ করেন এবং কয়েক হাজার ছাত্রছাত্রীকে শিক্ষাদান করেন। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে তিন দশক ধরে তিনি অনুকরণীয় অবদান রেখে ইতিহাস সৃষ্টি করেছেন। তার উদ্যোগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিক ও ইন্টার ক্লাস চালু হয়, যা এলাকার শিক্ষার উন্নয়নে সহায়ক হয়েছে। এছাড়াও বিদ্যালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সেন্টার চালু করেন। বিদ্যালয়ের ব্যাপক উন্নয়নের পাশাপাশি তিনি একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার ও বিদ্যালয় ক্যাম্পাস প্রতিষ্ঠা করেন।
আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শেষ বর্ষের ছাত্র হৃদয় বলেন, "স্যারকে বিদায় দিয়ে মনে হচ্ছে আমাদের একজন বাবাকে হারালাম। তিনি চলে যাওয়ার কারণে আমাদের মধ্যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে।"
অবসর গ্রহণকারী প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান বলেন, "আমার শিক্ষকতা জীবনের গতকাল মঙ্গলবার শেষ কর্ম দিবস ছিল। প্রথমত, আমি পরম করুণাময় আল্লাহর নিকট শোকরিয়া জানাই, তিনি আমাকে সুস্থ রেখে অবসর জীবনে চলে যাওয়ার সুযোগ দিয়েছেন। তারপর আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার সহকর্মী এবং বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি ও সদস্যগণকে, যারা প্রতিষ্ঠান পরিচালনায় আমাকে সার্বিকভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন। আমার প্রাক্তন প্রাণপ্রিয় শিক্ষার্থী, শুভানুধ্যায়ী, অভিভাবকসহ বন্ধু-বান্ধব যারা আমাকে সব সময় সহযোগিতা করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৯ বছর ২৭ দিন প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালনকালে আমি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের পাশাপাশি চেষ্টা করেছি আমার দ্বারা যেন কারও কোনো ক্ষতি না হয়। তারপরও যদি মনের অজান্তে বা প্রতিষ্ঠানের শৃঙ্খলার স্বার্থে কাউকে দুঃখ দিয়ে থাকি বা কষ্টের কারণ হয়ে থাকি, তবে আমাকে ক্ষমা করে দেবেন। আউশকান্দিতে আমার জীবনের অধিকাংশ সময় কেটেছে, তাই আমার জীবনের অনেক সুখ-দুঃখের স্মৃতি জড়িয়ে আছে। বেঁচে থাকলে হয়তো অনেকের সঙ্গে দেখা হবে।"
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণকারী বিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক এবং ঐ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইকবাল বাহার তালুকদার বলেন, "আমি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে দায়িত্ব পেয়েছি। আমি এলাকার সবাইকে নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করব। আমার দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাই।"
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীন বলেন, "আমি শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী সিনিয়র শিক্ষক ইকবাল বাহার তালুকদারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করেছি। পরবর্তীতে শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী অধ্যক্ষ নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে। সাময়িক সময়ের জন্য তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।"
সর্বশেষ খবর