
পর্যবেক্ষক নিবন্ধন পেতে আবেদন করেছে ৩১৮ টি সংস্থা
নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে দেশি ৩১৮টি সংস্থা।
মঙ্গলবার (১২ আগস্ট) ইসির জনসংযোগ শাখার সহকারি পরিচালক মো. আশাদুল হক এই তথ্য জানান।
তিনি জানান, নিবন্ধনের জন্য দেশী পর্যবেক্ষক সংস্থার প্রাপ্ত আবেদন সংক্রান্ত তথ্যাদি বিজ্ঞাপনে উল্লিখিত নির্ধারিত সময়সীমার (১০ আগস্ট) মধ্যে প্রাপ্ত আবেদন ৩১৮টি। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন ১৩টি।
তিনি বলেন, যাচাই বাছাই শেষে কমিশনের কাছে বিষয়টি উত্থাপন করা হবে। এরপর কমিশন সিদ্ধান্ত দেবেন।
সম্প্রতি পর্যবেক্ষক নীতিমালা সংশোধন করে ইসি। এতে আগের ৯৬টি সংস্থার সবগুলোর নিবন্ধন বাতিল হয়ে যায়।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর