
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম নিজের জানাজার ঘোষণা দিয়েছিলেন তাঁর ফেসবুক আইডিতে। পরে মঙ্গলবার রাত ১১টায় নিজ বাড়িতে ছেলেমেয়েদের নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে তাঁর দুই মেয়ে, এক ছেলে ও হিরো আলমসহ আত্মীয়স্বজন বসে আছেন।
সেখানে বড় মেয়ে আলো বলেন, "আমার বাবা আত্মহত্যার বিষয় নিয়ে ফেসবুকে যে পোস্ট করেছে, এটা সবাই জানেন। সবকিছু ঠিকও করে ফেলেছিলেন। এটা আমার বাবা হিরো আলম ভুল করেছে। আমাদের কথা চিন্তা করে সে আত্মহত্যার ভুল সিদ্ধান্ত থেকে সরে আসছেন। কারণ সবার আগে ছেলেমেয়ে।"
তাঁর ছোট মেয়ে আঁখি বলেন, "আমাদের মা নেই, বাবাও যদি চলে যায়, আমরা কার কাছে থাকব?" তিনি আরও জানান, "বাইরে প্রচুর মানুষ ভিড় করছে। তাই ভুল সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।" ছেলে আবির বলেন, "তুমি যদি মরে যাও, তাহলে আমাদের কী হবে?" এসব কথা বসে বসে চুপচাপ শুনছিলেন হিরো আলম। তবে তাঁকে কোনো কথা বলতে দেখা যায়নি।
উল্লেখ্য, কয়েক মাস ধরে তাঁর স্ত্রীকে ঘিরে বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এরই মাঝে হিরো আলম নতুন অভিযোগ করে জানান, তাঁর স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকেই ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম।
এরপর রিয়া মনি জানান, তিনি হিরো আলমকে তালাক দিয়েছেন। মূলত সেসব ঘটনার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন এ কনটেন্ট ক্রিয়েটর।
সেখানে তিনি লেখেন, "রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না।" তিনি আরও লেখেন, "আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল— মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি— আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। আমি রিয়াল (সত্যি) ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর