
ময়মনসিংহের হালুয়াঘাটে গত চারদিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। উপজেলার মোট ১২টি ইউনিয়নের মধ্যে বেশীরভাগ ইউনিয়ন নিচু।
বিশেষ করে সদর ইউনিয়নের কালিয়ানীকান্দা ও নড়াইল ইউনিয়নের গোপীনগর বিলডোরা ইউনিয়নের বিলডোরা গ্রামের জামবিল এলাকা বেশী নিচু হওয়ায় ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। ধুরাইল ইউনিয়নের অধিকাংশ এলাকার মানুষই পানিবন্দী বলে জানান স্থানীয়রা। অতিবৃষ্টিতে পাহাড়ি ঢলে হালুয়াঘাটের বোরাঘাট নদী,দর্শা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ।
বোরাঘাট নদীর পানি উপচে বোয়লমারা ও মহাজনিকান্দা গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে ।
অপ্রত্যাশিত আকষ্মিক বন্যায় হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে । তলিয়ে গেছে
শতশত একর জমির বোরো ফসল, সবজি খেত ও মাছের ঘের । টানা বর্ষনে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ।
উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান বলেন, এ বিষয়ে আমরা তৎপর রয়েছি সমস্যা মোকাবেলায় ব্যবস্থা গ্রহণ করবো ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর