
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক সোহাগ হোসেন নিহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকালে মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ (২৫) হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার তালশার গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বালু বোঝাই করে ট্রাকযোগে (ঢাকা মেট্রো-ট-২০-৪০০২) কুষ্টিয়া থেকে মহেশপুরের দিকে যাচ্ছিল সোহাগ। এসময় আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকার নিগার সিদ্দিক কলেজের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যান চালক সোহাগ।
আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে সোহাগ একাই ওই ট্রাকে ছিলেন। তিনি মূলত হেলপার। তবে দুর্ঘটনার সময় তিনিই ট্রাক চালাচ্ছিলেন। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সর্বশেষ খবর