
স্থাপিত হওয়ার পর দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের। সেই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন কর্মসূচির পরে এবার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর ব্লকেড কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এতে দীর্ঘযানযটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে ১টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এসময় পরিবেশের দোহাই দিয়ে ডিপিপি অনুমোদন না দেয়ায় পরিবেশ উপদেস্টা রেজওয়ানা হাসানের বিরুদ্ধে নানা শ্লোগান দেন। অবরোধের কারনে ঢাকার সাথে উত্তর ১৬ জেলার যোগাযোগ সম্পন্ন বন্ধ হয়ে যায়। এতে যমুনা সেতুসহ মহাসড়কের দুই পাশে দীর্ঘযানযটের সৃষ্টি হয়েছে। চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পরে । আগমী ১৭ আগষ্টের মধ্যে ডিপিপির অনুমোদন না দিলে তারা আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন। অবরোধের ১ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন দাবি জানান তারা শিক্ষার্থীরা আরো বলেন আমরা সড়ক অবরোধ করতে চাইনি,সরকারই আমাদের সড়ক অবরোধ করতে বাধ্য করেছে।এই দূর্যোগের কারনে সরকার দায়ী।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর