
ফরিদপুরে দু'বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছেন। এতে একজন নারী ও দুইজন পুরুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্সের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করেন এবং আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান , তিনজন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, কানাইপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক জন নারী ও দুই জন পুরুষ নিহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় সনাক্তে কাজ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর