
ময়মনসিংহের হালুয়াঘাটে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিলডোরা ইউনিয়নের জামবিল থেকে পনেরোশো মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও এক লক্ষ টাকা মূল্যের কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় চায়না দুয়ারী জাল মজুদের দায়ে তিনজনকে অর্থদণ্ড দিয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতের ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় জানান, "নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দেশীয় মাছের জন্য মারাত্মক হুমকি। এসব জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ব্যাহত করে এবং পরিবেশের জন্যও ক্ষতিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর