
টাঙ্গাইলের গোপালপুরে ৯৭টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানে এবং সকল সরকারি অফিস প্রাঙ্গণ, সকল ইউনিয়ন ও পৌরসভায় একযোগে তিনটি করে দৃষ্টিনন্দন দেশি ফুলের (কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু) গাছ রোপণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসকের উদ্যোগে ও গোপালপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে "সচেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি ও পৃথিবী রক্ষার" - এই প্রতিপাদ্যকে ধারণ করে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সর্বশেষ খবর