বগুড়ার শেরপুর উপজেলার ছাগল কলা গাছের পাতা খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা করে ছাগলের মালিক শিক্ষক পরিবারকে প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক আল মাহমুদ গতকাল বৃহস্পতিবার বিকেলে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে সকাল ৯টার দিকে আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন (৪০) পরিবারের তিনটি ছাগল গ্রামের বাঙ্গালী নদীর শস্যবিহীন চর এলাকায় ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন। দুপুর ১২টার দিকে স্ত্রী ও পাঁচ বছরের মেয়ে মেহজাবিন মানহাসহ ছাগলগুলো নিয়ে ফিরছিল। ওই গ্রামের আব্দুর রহমান বাটুর ছেলে সজিব হাসান (৩০) বাড়ির পাশের কলাগাছের পাতা খায়। পরে সজিব হাসান ধারালো দা দিয়ে একটি বড় ছাগলকে কুপিয়ে হত্যা করে। নিহত ছাগলের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা বলে উল্লেখ করেছেন অভিযোগকারী।
পরে সে আরও দুইটি ছাগলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এমনকি সজিব দা হাতে নিয়ে আমার স্ত্রী-সন্তানকে হত্যার উদ্দেশ্যে তাড়া করলে তারা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিক্ষক আল মাহমুদ বলেন, স্ত্রী ও শিশু কন্যা আতঙ্কে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি এবং আতঙ্কে রয়েছি। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, অভিযোগ হাতে পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর