
নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরদারপাড়া গ্রামের দিনু সরদারের ৩৫ বছর বয়সী ছেলে অসীম সরদারকে এক বিষধর সাপ ছোবল দেয়। সঠিক চিকিৎসার বিষয় চিন্তা করে তিনি সাপটি কৌশলে ধরে তা নিয়েই হাসপাতালে উপস্থিত হন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের সিভিল সার্জন মুক্তাদীর আরেফিন।
ওই যুবক ও তাঁর স্বজনেরা জানান, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা দিতেই একটি বিষধর সাপ তাঁর পায়ে দংশন করে পাশের গর্তে লুকায়। তাঁর চিৎকারে পরিবারের সদস্যরা এসে ঘটনা শোনেন। অ্যান্টিভেনম ইনজেকশনের কথা চিন্তা করে সাপটির প্রজাতি নিশ্চিতের তাগিদ অনুভব করেন তাঁরা। এরপর তাঁরা সকলে চেষ্টা করে ওই গর্ত থেকে কৌশলে সাপটি ধরে একটি খাঁচায় নিয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি হন।
নাটোরের সিভিল সার্জন ডাক্তার মুহাম্মদ মোক্তাদীর আরেফিন জানান, প্রয়োজনীয় চিকিৎসা শেষে বিকেলে ওই রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। নিজ বাড়িতে ওই রোগী ভালো আছেন। তাঁরা তাঁর বিষয়ে খোঁজ রাখছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর