
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন (পাংশা, বালিয়াকান্দি এবং কালুখালী উপজেলা) থেকে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল আমিন। তিনি তাঁর নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার পাংশা বাজারে জনমত গঠনের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে লিফলেট বিতরণ করেন মোমিনুল আমিন। তিনি বলেন, “এনডিএম শুরু থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শক্তিশালী ভূমিকা রেখেছে এবং আমরা এখনো একসাথেই আছি। দলটির পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতিও আছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেই এবং নির্বাচনের সময় হলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন।”
ইতিমধ্যে রাজবাড়ী-২ আসনের বিভিন্ন উপজেলায় গণসংযোগ, লিফলেট বিতরণসহ নানা ধরনের কর্মসূচি পালন করছেন মোমিনুল আমিন। বিভিন্ন দিবস উপলক্ষে এলাকায় পোস্টার, ফেস্টুনের মাধ্যমে শুভেচ্ছাবার্তাও দিচ্ছেন তিনি। এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এসব প্রচারণা বিজ্ঞাপন আকারে স্থানীয় জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। পেশায় তিনি একজন কর্পোরেট ট্রেইনার এবং কনসালটেন্ট।
গত বছর ফেব্রুয়ারি মাসে এনডিএম-এর মহাসচিব পদে নির্বাচিত হন মোমিনুল আমিন। আগামী নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। এদিন তিনি পৌরসভা ও বাবুপাড়া ইউনিয়ন এলাকায় গণসংযোগ করেন। ব্যস্ত সময়সূচির মধ্যে তিনি উপজেলা বিএনপির অফিসে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর