
বগুড়ার নন্দীগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় একজন নিহত ও সিএনজি চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কের কাথমের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন নওগাঁ জেলার আত্রাই থানার দেবনগর এলাকার গফুরের ছেলে শামসুল হক (৭০)। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন সিএনজি চালকসহ নওগাঁ জেলার একই এলাকার মো. শাহানুর (৫৫), মোখলেসুর রহমান (৬২), তার দুই মেয়ে মোছা. সুমাইয়া (২৫) ও ববি (৪০), এবং নিহত শামসুল হকের স্ত্রী শাহানুর (৬০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে বগুড়া থেকে সিএনজি অটোরিকশাযোগে নিজ বাড়ির দিকে ফিরছিলেন যাত্রীরা। বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দরহাট পার হয়ে কাথম রোড হয়ে সিমলা রাস্তায় ঢোকার সময় রাজশাহী থেকে বগুড়াগামী গ্যাস সিলিন্ডারবোঝাই একটি পিকআপ ভ্যান সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ছয়জন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে শামসুল হক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কুন্দরহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, “সড়ক দুর্ঘটনায় শামসুল হক নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
সর্বশেষ খবর