হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুরে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র.) উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগস্ট দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীরা জানান, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র.) উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী সুমনা আক্তার গত ৭ আগস্ট বিদ্যালয়ের ৪ জন শিক্ষক, ১ জন অভিভাবক প্রতিনিধি এবং ৩ জন সাবেক শিক্ষার্থীসহ মোট ৮ জনের বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট মামলা এবং নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই মিথ্যা মামলার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি প্রদান করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা আরও বলেন, অভিযুক্ত সুমনা আক্তার, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও ল্যাব সহকারী জাহিদ হাসান বিদ্যালয় থেকে বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে ছাত্রদের দাবির সঙ্গে সহমত প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নবীগঞ্জ-বাহুবল আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী সাইদুল হক চৌধুরী, গোলাম রব্বানী, সোহেল আহমেদ, আরজু মিয়া, লুৎফুর রহমান, হেলাল আহমেদ, শাহনেওয়াজ, বাছিতুর রহমান রুহেল, ছালেক মিয়া, আবুল কাশেম, ফয়সল আহমেদ, নাইম, রুমান, কিবরিয়া, ছালেহ প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সর্বশেষ খবর