
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগংকে একটি প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলার বারোমারী বটতলা মিশন এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতে পৌঁছানোর পর জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
পুলিশ জানায়, একই এলাকার জীবিতা মারাক নামে তারই এক নারী আত্মীয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং। এমন অভিযোগে বন্দনার বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন জীবিতা মারাক। মামলা দায়েরের পর বেলা বারোটার দিকে নিজ বাড়ি থেকে বন্দনা চাম্বুগংকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
এদিকে, দুপুরে আদালতে জামিনের আবেদন করলে আদালত আওয়ামী লীগ নেত্রী আদিবাসী নারী বন্দনা চাম্বুগং এর জামিন মঞ্জুর করেন। পরে তিনি বৃহস্পতিবার বিকেলেই জামিনে মুক্ত হন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর