
ইসরায়েলের অব্যাহত আকাশ ও স্থল হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ জন সহায়তা সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারান। একই সময়ে ক্ষুধা ও পুষ্টিহীনতায় মারা গেছেন আরও ৪ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান অবরোধ ও খাদ্য সংকটের কারণে এখন পর্যন্ত অন্তত ২৩৯ জন ক্ষুধা ও পুষ্টিহীনতায় মারা গেছেন, যাদের মধ্যে ১০৬ জন শিশু।
স্থানীয় সূত্র জানায়, তীব্র খাদ্য ও চিকিৎসা সংকটের মধ্যে গাজার বহু পরিবার জীবন বাঁচাতে মানবিক সহায়তার জন্য ঝুঁকি নিয়ে রাস্তায় নামছেন। কিন্তু ইসরায়েলি বাহিনীর হামলা ও অবরোধ পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে।
জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করে অবিলম্বে যুদ্ধবিরতি ও অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
সর্বশেষ খবর