
প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে লিভারপুল দারুণ এক জয় নিয়ে যাত্রা শুরু করেছে। শুক্রবার রাতে আনফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে তারা বর্নমাউথকে ৪-২ গোলে হারায়।
প্রথমার্ধে হুগো একিটিকে লিভারপুলকে এগিয়ে দেন। বিরতির পরপরই কোডি গ্যাকপো ব্যবধান দ্বিগুণ করেন। তবে হাল ছাড়েনি বর্নমাউথ। তাদের হয়ে আন্তোইনে সেমেনিয়ো পরপর দুটি গোল করে ম্যাচ সমতায় ফেরান (২-২)।
শেষ মুহূর্তে আবার দৃঢ়তায় ফিরে আসে লিভারপুল। ৮৯ মিনিটে ফেদেরিকো চিয়েসা দুর্দান্ত এক ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন। যোগ করা সময়ে মোহামেদ সালাহ গোল করে জয় নিশ্চিত করেন।
ম্যাচে বিশেষভাবে আলোচনায় ছিলেন সেমেনিয়ো। দুই গোল করার পাশাপাশি তিনি বর্ণবাদী আচরণের শিকার হন, যা ম্যাচকে কিছু সময়ের জন্য থামিয়ে দেয়। পরে এ ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
জয়ের পর লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, “শেষ মুহূর্তের পারফরম্যান্স অসাধারণ ছিল। তবে রক্ষণে আমাদের আরও শক্ত হতে হবে।”
এ জয়ের মধ্য দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে লিভারপুলের যাত্রা শুভ হলো।
সর্বশেষ খবর