
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি বলেছেন, শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে জনসমাজে বিরাজমান অন্যায়কে পরাস্ত করে শান্তি ও কল্যাণ স্থাপন করতে হবে। শ্রীকৃষ্ণের মতো দুষ্টদের বধ করে এই পৃথিবীকে পাপ থেকে মুক্ত রাখতে হবে।
জন্মাষ্টমী উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে উত্তর খয়রাকুড়ি রাধা গোবিন্দ মন্দিরে হালুয়াঘাট সনাতন যুব সংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সনাতন যুব সংগঠণের আহ্বায়ক সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাকর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হালুয়াঘাট পূজা উদযাপন কমিটির সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর কুমার সরকার লিটন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক তাপস কুমার সরকার, গণেশ দাশ, অরুপ সরকার রানা এবং প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, ছাত্র নেতা আসাদুজ্জামান আসিফ, পৌর ছাত্র দলের আহ্বায়ক নূরে আলম জনি, সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা পূর্ব আলোচনায় তিনি বলেন, সকল ধর্মের মর্মবাণী সম্প্রীতি, মানব কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা করা। যুগে যুগে ধর্ম প্রচারকগণ মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন। শ্রীকৃষ্ণ পাপীদের দূর করার জন্য অনেক মহৎ কাজ করেছেন, তাদের সাথে সম্পর্কিত প্রতিটি ইতিহাস বর্তমানে মানবসমাজের ওপর গভীর প্রভাব বিস্তার করে আছে। তিনি অন্যায়, অনাচার ও দুঃশাসনকে দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করে সমাজে সদাচারী ও নিরপরাধ মানুষদের শান্তি, নিরাপত্তা ও স্বস্তি দান করেছিলেন।
তিনি বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতি, স্বাধীনতায় বিশ্বাস করে। ধর্ম যার যার রাষ্ট্র সবার নীতিতে অটল থেকে বিএনপি বাংলাদেশকে বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করবে।
তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে দলীয় সম্পদ ও নোংরা রাজনৈতিক খেলার কার্ডে পরিণত করতে চেয়েছিল। এতে হয়তো আওয়ামী লীগের সাময়িক লাভ হতে পারে কিন্তু হিন্দু সম্প্রদায়ের বিশাল ক্ষতি করে গেছে তারা। হিন্দু সম্প্রদায়ের জনগণকে আওয়ামী লীগের দাবার গুটি হিসেবে ব্যবহৃত না হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি আপনাদের স্বাধীনভাবে ধর্মকর্ম ও রাজনীতি করবার অধিকার দেবে কিন্তু রাজনৈতিক দাবার গুটি হিসেবে ব্যবহার করবে না। স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিন, বিএনপি আপনাদের সম্মান, মর্যাদা, অধিকার প্রতিষ্ঠা করবে।
রার/সা.এ
সর্বশেষ খবর