
নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। শ্রীকৃষ্ণের সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন কমিটি, নেত্রকোনার উদ্যোগে শনিবার দুপুরে শহরের বড় বাজার নরসিংহ জিউর আখড়া থেকে ভক্তবৃন্দের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আখড়া প্রাঙ্গণে জন্মাষ্টমী উৎসব উদ্বোধন করেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার।
এর আগে শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে চার দিনব্যাপী উৎসবের উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি শ্রী জ্ঞানেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জীবন কুমার সরকার ও জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন পণ্ডিতের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, নির্মল কুমার দাস, নরসিংহ জিউর আখড়া কমিটির সভাপতি অজিত কুমার সাহা রায়, সাধারণ সম্পাদক বিকাশ কান্তি দাস। এছাড়াও নেত্রকোনা সদর উপজেলার সাকুয়া গৌর নিতাই মন্দিরে শ্যামল সরকারের সভাপতিত্বে সারাদিনব্যাপী কীর্তন ও পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর