
গাজা শহরের ওপর ইসরায়েলি বাহিনী নতুন করে ভয়াবহ বিমান ও স্থল হামলা চালিয়েছে। এতে রাজধানী গাজার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ হামলায় আল-আহলি হাসপাতাল লক্ষ্যবস্তু হলে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অবরোধ ও খাদ্য সংকটের কারণে গত ২৪ ঘণ্টায় ১১ জন ক্ষুধার্ত হয়ে মারা গেছেন। এখন পর্যন্ত ২৫১ জন মানুষ ক্ষুধায় মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে অন্তত ১০৮ জন শিশু রয়েছে।
ইসরায়েলি সেনারা দাবি করছে, তারা গাজা শহরের উত্তরাঞ্চল পুরোপুরি দখলে নেওয়ার জন্য অভিযান জোরদার করেছে। সেই সঙ্গে হাজার হাজার ফিলিস্তিনিকে দক্ষিণে নির্ধারিত “কনসেন্ট্রেশন জোনে” (একাগ্রতা কেন্দ্র) সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
আন্তর্জাতিক মহল ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তবে এখনও পর্যন্ত খাদ্য ও ওষুধের পর্যাপ্ত সরবরাহ গাজায় পৌঁছাতে পারছে না।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর