
সিলেটের একটি গ্রামের মাটি ও বালুর নিচ থেকে লুট হওয়া প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালদি গ্রামে অভিযান চালানো হয়। এ বিষয়ে সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ নিশ্চিত করেছেন।
প্রাথমিক জানায়, সকাল থেকে ধুপাগুল পয়েন্ট ও সংলগ্ন ক্রাশার মিলগুলোতে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। মহালদি গ্রামে পাথর চুরি করা ব্যক্তিরা রাতের অন্ধকারে গাড়িতে পাথর নিয়ে বিভিন্ন বাড়ি ও রাস্তার পাশে লুকিয়ে রাখে। পরে প্রশাসনকে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও প্রায় এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। সরকার মামুনুর রশীদ জানান, মোট চারটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পাথরগুলো ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন স্পটে স্থানান্তর করা হবে।
এর আগে, শুক্রবার দিনভর কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এর মধ্যে অর্ধেক পাথর ইতিমধ্যেই সাদা পাথরে পুনঃপ্রক্রিয়াজাত করা হয়েছে, বাকি অংশের প্রতিস্থাপন প্রক্রিয়া চলমান রয়েছে।
সর্বশেষ খবর