
ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি, পোনা অবমুক্তকরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রাণেশ চন্দ্র পন্ডিত,উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক,আমতৈল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান, শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী খান, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন হীরা, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ সাদি,এবিএম কাজল সরকার প্রমূখ। আলোচনা সভা শেষে মৎস্য চাষে সফল ২ জনকে পুরস্কার প্রদান করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর