
'অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি'— এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত পক্ষকালব্যাপী এই মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার বেলা ১২টায় উপজেলা হলরুমে আলোচনা সভা, র্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহর সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাহবুবুর রহমান ও গীতা পাঠ করেন নারায়ণ চন্দ্র দাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসার জাকারিয়া আহমেদ। এছাড়াও উপজেলার সকল মৎস্যজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মৎস্য উৎপাদনে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরেন। তাঁরা বলেন, উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থানসহ নানাবিধ অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হচ্ছে। বক্তারা দেশীয় মাছ উৎপাদনের অন্তরায়গুলো দূর করে উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন। আলোচনা সভা শেষে উপজেলার পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয় এবং সেরা ৩ জন মৎস্যজীবীকে ক্রেস্ট প্রদান করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর