
"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হয়। র্যা লি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মৎস্য সপ্তাহের গুরুত্ব তুলে ধরে উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিষ কুমার, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিন্টু কুমার সাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক, মৎস্য দপ্তরের সুপদ চন্দ্র সহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী ও মৎস্যচাষীরা।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর