
বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের শক্ত অবস্থানের কথা জানান দিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও পাবনা ৩ আসনের সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে চাটমোহর পৌর সদর থেকে তিনি মোটরসাইকেল শোডাউন শুরু করেন। এরপর ভাঙ্গুড়া উপজেলা ও ফরিদপুর উপজেলা ঘুরে আবার চাটমোহরে এসে তার শোডাউন শেষ হয়। এ সময় কয়েক হাজার নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।
শোডাউন শেষে কেএম আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, যাকে পাবনা-৩ আসনে প্রাথমিক নমিনেশন দিয়েছে বলা হচ্ছে তার কি এলাকা নাই। তিনি তো একটি এলাকার মালিক। তিনি তো কেন্দ্রের একজন বড় নেতা। আপনারা দেখেন নাই যে তাকে মারপিট করে তার এলাকা থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। যে নেতা তার নিজ বাড়িতে নিজ এলাকায় নিজ নির্বাচনী এলাকায় স্থান নাই, তিনি এখন আমাদের এই এলাকায় আসছেন। সেই নেতার পিছনে কিন্তু আমাদের নেতারা যাচ্ছে না।
তিনি আরো বলেন, প্রাথমিক নমিনেশন বলে কিছু নাই। তিনি অন্য একটা এলাকা থেকে আমাদের এলাকায় আসছেন, তাকে কাজের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এই আসন আমার এলাকা সর্বত্র আমার লোকজন, আমি দেখছি, তারা বলছে এখানে আমার সড়ে পড়ার কোনো অবস্থান নাই, সুযোগ নাই। চূড়ান্ত মনোনয়ন তারেক রহমান আমাকেই দেবেন, এটাই আমার এক কথা।
আনোয়ারুল ইসলাম বলেন, এর আগে আগামী দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। পাবনা-৩ আসনের প্রত্যেকটি এলাকায় আমার উন্নয়ন কাজের ছোঁয়া রয়েছে। আজ এত নেতাকর্মী দেখছেন, সবাই আমাকে ভালবেসে তারা আজকে মোটরসাইকেল শোডাউন দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ আপ্লুত। মানুষের ভালোবাসায় আজ আমি এখানে। আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করছি অনেক আগে থেকে। বাইরের কোন প্রার্থীকে পাবনা-৩ আসনের মানুষ মানবে না। আশা করি দল যোগ্যতা ও জনপ্রিয়তা যাচাই-বাছাই করে চূড়ান্ত মনোনয়ন দেবেন।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়ে সহ সভাপতি আব্দুল কুদ্দুস আলো মাস্টার, গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজ জোয়ার্দার, মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিলচলন ইউনিয়ন বিএনপির নেতা গুলজার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ -উল- ইসলাম কাফী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল সরকার, সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন, বিলচলন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রনি হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও তার সহযোগী সঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর