
রাজবাড়ীর বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুসহ তিন ব্যবসায়ীর নামে মামলা হয়েছে। এরই প্রতিবাদে বালিয়াকান্দি বাজার বণিক সমিতির ডাকা অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর থেকে হরতালে বালিয়াকান্দি থেকে সব ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বেশির ভাগ দোকানপাট। হরতালের নাশকতা এড়াতে উপজেলা জুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে, গত সোমবার (১৮ আগস্ট) বিকেলে বালিয়াকান্দি বাজার ব্যবসায়ীরা ও সর্বস্তরের জনগণের আয়োজনে বালিয়াকান্দিতে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিল থেকে এ ঘোষণা দেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এ সময় বাজার কমিটির সভাপতি ওসমান গণি মানিক উপস্থিত ছিলেন।
হরতালের বিষয়ে রাজবাড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, হরতাল হলেও বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, বাজার ব্যবসায়ী সমিতির ডাকা অর্ধদিবস হরতালে নাশকতা এড়াতে পুলিশ কাজ করছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর