
ময়মনসিংহে পরিবহন মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে নগরীর মাসকান্দা বাস কাউন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এ নিয়ে জেলা প্রশাসনসহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় জেলা পরিবহন মালিক সমিতিসহ সংশ্লিষ্ট শ্রমিক মালিকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এর আগে এদিন দুপুর ১টায় নগরীর মাসকান্দাস্থ ঢাকা বাসস্ট্যান্ডের কাউন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে শতাধিক ব্যক্তি অংশ নেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল) বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জেলা মটর মালিক সমিতির সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর মাহমুদ আলম।
তিনি বলেন, একটি মহল জোরপূর্বক গাড়ি চালাতে চায়। কিন্তু তাদেরকে সুযোগ না দেওয়ায় তারা এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার নেপথ্যে নগরীর একটি প্রভাবশালী মহল, যারা আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত। তারা নেপথ্যে থেকে হামলাকারীদের মদদ দিচ্ছে। এসব কারণে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রাতেই উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা চেষ্টা করছি আলোচনার মাধ্যমে জনভোগান্তি লাঘবে যান চলাচল স্বাভাবিক করতে। আমরা চাই জনগণের ভোগান্তি না হোক।
জেলা পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা মো. শরাফ উদ্দিন কোহিনূর বলেন, বিগত ৪ মার্চ পর্যন্ত ময়মনসিংহে ইউনাইটেডের ব্যানারে ৯০টি বাস ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচল করছে। এর মধ্যে ৬০টি বাস ঢাকার পরিবহন নেতা সাইফুল বাতেনের। বাকি ৩০টি ময়মনসিংহের। এর মধ্যে ১৩টি গাড়ির মালিক আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীম। বাকি ১৭টি গাড়ির মালিক মালিক সমিতির নেতৃবৃন্দ। ফলে চাহিদার চেয়ে এ সড়কে গাড়ি বেশি হয়ে যাওয়ায় সম্প্রতি ব্যবসায় মন্দাভাব শুরু হয়েছে। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে অসন্তোষ চলছিল। এরই মাঝে সম্প্রতি জামায়াত নেতা মাহাবুব ইউনাইটেডের ব্যানারে একটি গাড়ি প্রবেশ করান। তবে কিছু দিন আগে মাহাবুবের গাড়িসহ মোট ৫টি গাড়ি ওই ব্যনার থেকে বের করে দেওয়া হয়। এসব কারণে এই হামলার ঘটনা ঘটতে পারে। তবে কারা এই হামলা বা ভাঙচুরের সঙ্গে জড়িত তা বলতে পারছি না।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। পুলিশের কাছে তিনি পলাতক। কিন্তু অদৃশ্য ক্ষমতায় গত এক বছর ধরে বিভিন্ন ব্যানারে এসইপিএল’র ৭০ থেকে ৮০টি গাড়ি চলাচল করছে। এ নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি- মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রথমদিকে শুধুমাত্র ঢাকামুখী ইউনাইটেড বন্ধ রাখার কথা জানানো হলেও এখন ৬ জেলার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
তবে ঘটনার বিষয়ে জানতে জামায়াত নেতা মো. মাহাবুবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর